এই দৃশ্য দেখে মর্মাহত আমি ভাষা হারিয়েছি! পশ্চিম তীরে ফিলিস্তিনীরা কতোটুকু দমন পীড়ন ও জুলুমের শিকার এই ঘটনা থেকে আপনাদের বুঝার বাকি থাকবেনা।
স্ত্রী সন্তান সহ বায়তুল মাকদিসে (জেরুসালেম) যেতে ইসরায়েলের কাছে অনুমতি চেয়েছিল এক ফিলিস্তিনী কিন্তু স্ত্রী সন্তান ছাড়া কেবল তাকেই অনুমতি দেওয়া হয়েছে। নিরুপায় হয়ে তাই স্ত্রী সন্তানকে এইভাবে গাড়ির পিছনে লুকিয়ে বায়তুল মাকদিসের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি কিন্তু ইসরায়েলি কোনো একটি চেকপয়েন্টে এইভাবে ধরা পড়ে গেলেন।
এই রকম দৃশ্য কতোটুকু বিব্রতকর চিন্তা করুন! আজকে দখলদারেরা তাঁদের ভিটে দখল করে তাঁদের উপর বিধি নিষেধ আরোপ করে দিয়েছে তারা কোথায় যেতে পারবে কোথায় যেতে পারবেনা। আপনার নিজের স্ত্রী সন্তানকে ওই অবস্থায় কল্পনা করে দেখতে পারেন?
এটা কেবল ছোটো একটি ঘটনা। গর্ভবতী ফিলিস্তিনী বোনকে হাসপাতালে যাওয়ার অনুমতি দেয়নি এরকম বহু ঘটনাও দেখেছি।