পেশায় ছাত্র। পরিচয় ইসলামপন্থী লেখক ও চিন্তক। স্কুল সেন্ট যোসেফ, কলেজ নটরডেম, অর্থনীতি নিয়ে অনার্স-মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ডবল মাস্টার্স শেষে এখন IIUM-এ পিইচডি করছেন মালয়েশিয়ায়।
কিছু তথ্য দেই, দ্বীনের দাঈ ভাইদের জেনে রাখা জরুরী।
• আসিফ আদনানকে মানুষ চেনে তার বহুমাত্রিক লেখালেখির জন্য। নিয়মিত লেখালেখি করেন ফেসবুক আইডিতে। তবে লেখালেখি অত্যন্ত বিশ্লেষণধর্মী ও তুলনামূলক সব জটিল টপিকে হওয়ায় সাধারণত কিছুটা কঠিন হয়, সাধারণ মানুষদের উপযোগী হয় না। বুঝতে কষ্ট হয়।
• দ্বীনে ফেরার আগে ছিলেন অন্ধকার জীবনে, ছিলেন গিটারিস্ট, গায়ক। ২০১৩ এর শাপলা আন্দোলনের পর তার জীবন পাল্টে যায়। হেদায়েত আসে জীবনে। ২০১৫ এর দিকে শাহবাগ আন্দোলন ও না স্তিকদের বিরুদ্ধে প্রথম পর্যায়ে কলম ধরা অ্যাক্টিভিস্টদের মধ্যে তিনি একজন।
• আসিফ আদনানের লেখালেখির মূল বিষয় হচ্ছে মডার্নিজমের ক্রিটিসিজম, আধুনিক বিশ্বব্যবস্থার তাত্ত্বিক ব্যবচ্ছেদ, আধুনিক আদর্শিক ফিতনাহ্ এবং ইসলামের আলোকে এসবের সমাধান। 'চিন্তাপরাধ' ও 'অবক্ষয়কাল' তার দুই মৌলিক বই। অনুবাদ ও সম্পাদনা করেছেন দশের বেশী। প্রকাশনী ইলমহাউজ।
• শাহবাগী, বামপন্থী, সেক্যুলার ও না স্তিকদের তীব্র চাপের ফলে রকমারি থেকে আসিফ আদনানের লেখা 'চিন্তাপরাধ' বইটি সরিয়ে ফেলা হয়; অঘোষিতভাবে বাজারে একপ্রকার নিষিদ্ধ হয় এই বই। সংক্ষিপ্ত পরিসরে সেক্যুলারিজম, শব্দসন্ত্রাস, সাম্রাজ্যবাদ ও মডার্নিজমের তাত্ত্বিক খন্ডনে এমন অসাধারণ বই বাংলাদেশের ইতিহাসে বিরল।
• সমকামী আগ্রাসন নিয়ে বাংলায় লেখা প্রথম পূর্ণাঙ্গ বই 'অভিশপ্ত রংধনু' এর অন্যতম সহলেখক এবং বৈশ্বিক যৌনবিকৃতির প্রচারক এলজিটিভি মুভমেন্টের আর্থসামাজিক ইতিহাস নিয়ে লেখা বই 'অবক্ষয়কাল' এর লেখক তিনি। 'অভিশপ্ত রংধনু' বইটিও দীর্ঘসময় বাজারে অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল।
• বাংলাদেশে সাম্প্রতিক ট্রা*ন্স*জেন্ডার ইস্যুতে হওয়া আন্দোলনের পিছনে অন্যতম অনুঘটক ও দিকনির্দেশক ছিলেন তিনি। ২০০৩ সাল থেকেই দেশে চলমান স*ম*কামী আন্দোলন নিয়ে তিনি ২০১৫ থেকেই লেখালেখি করে আসছেন, যখন সাধারণ মানুষ কেউ এসবের নামও শুনেনি।
• পর্ণ আসক্তির ভয়াবহতা, সমস্যা ও সমাধান নিয়ে প্রথম বাংলায় লেখা পূর্ণাঙ্গ ও বাজার মাতানো বেস্টসেলার বই 'মুক্ত বাতাসের খোঁজে' এবং তরুণদের রিলেশন প্রবলেম, ব্রেকাপ সমস্যা, ভয়াবহতা ও সমাধান নিয়ে লেখা বিশ্লেষণধর্মী মাস্টারপিস বই 'আকাশের ওপারে আকাশ' এর সহলেখক ও সম্পাদক আসিফ আদনান।
• কয়েক বছর ধরে সারা দেশে চলমান অশ্লীলতা বিরোধী লিফলেট-পোস্টারিং ক্যাম্পেইন, দেশের প্রায় প্রতিটি পাবলিক ভার্সিটিতে বাৎসরিক ভ্যালেন্টাইনস ডে বিরোধী ক্যাম্পেইন, পাঠ্যপুস্তকে ট্রা*ন্স*জেন্ডারিজম ঢোকানোর বিরুদ্ধে হওয়া প্রচারণা সহ আরো বেশ কিছু সাড়া জাগানো অ্যাক্টিভিজমের মূল দিকনির্দেশক আসিফ আদনান।
• দ্বীনে ফেরার পর ইসলামের পক্ষে অ্যাক্টিভিজম শুরু করলে শেখ হাসিনা সরকার ২০১৪ সালে আসিফ আদনানকে একবার গ্রেফতার করে আজব এক জ*ঙ্গি মামলা দিয়ে, যদিও পরবর্তীতে অল্প সময়েই তিনি সমস্ত আইনি ঝামেলা থেকে মুক্ত হয়ে যান। মূলত তখন থেকেই ভালোমতো তার লেখালেখি শুরু হয়।
• আসিফ আদনান একজন স্পষ্টভাষী, স্ট্রেট ফরওয়ার্ড ও কট্টর আন-অ্যাপোলজেটিক ইসলামিস্ট। আধুনিকতাবাদী, এপোলজেটিক ও গণতান্ত্রিক দল সমূহ নিয়ে প্রতিনিয়ত স্পষ্ট ভাষায় গঠনমূলক সমালোচনা করেন তিনি। আন-অ্যাপোলজেটিক ভঙ্গিতে ইসলামি জীবনব্যবস্থা, শরীয়াহ আইন ও কুরআনের বিধান প্রতিষ্ঠার কথা বলে থাকেন।
শেষে একটা কথা— একজনের সবকিছু মেনে নিতে হবে এমন কোনো কথা নেই, তবে একুশ শতকের প্রত্যেক শিক্ষিত বাঙালি মুসলিমদের জন্য আসিফ আদনানকে স্টাডি করা 'জরুরী'। অন্ধ-সেলিব্রেটিজম নয়, তার উপকারী কাজের বহুল প্রচারণা দরকার।
➢ chintaporadh•com সাইটেই তার প্রায় উন্মুক্ত সমস্ত লেখা একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ্।
আল্লাহ্ আসিফ আদনান ভাইয়ের লেখায় বারাকাহ্ দান করুন ও ভাইকে সকল প্রকার ত্রুটিবিচ্যুতি থেকে রক্ষা করুন। আমীন।