Notification texts go here Contact Us Download Now!
المشاركات

হীনমন্যতার গল্প || -আবু মোহাম্মদ রাফিউজ্জামান

 


৯০ এর জনপ্রিয় কার্টুন ছিলো 'POPEYE'। সেই সময়ের জেনারেলরা এই কার্টুন দেখেনি এমন সংখ্যা খুবই কম। 


এই ফিকশনাল কার্টুনের মূল চরিত্রে রয়েছে 'পাপাই' নামের একজন নাবিক। যার ব্যক্তিত্ব সাধারণ থেকে আলাদা, রুক্ষ এবং একঘেয়ে মেজাজ। তার সিগনেচার বক্তব্য হলো, 'I yam What I yam'(আমি যা তাই)। মানে আমাকে শুধরাতে এসো না। আমার যেমন মর্জি আমি তেমন চলবো।


পাপাই স্পিনাচ খেয়ে শক্তিশালী হয়। তার শারীরিক শক্তি এতোই বেড়ে যায় সেটা দেখে শাক খেয়ে আমিও মাঝে মাঝে দেয়াল ভাঙ্গার ব্যর্থ প্রচেষ্টায় লিপ্ত ছিলাম। আমার মতো আর কেউ এমনটি করে থাকলে কমেন্টে জানান। 


পাপাই এর আরও কিছু বৈশিষ্ট্য দেখানো হয়েছে। সে সবসময় তার মুখে একটা স্মোকিং পাইপ নিয়ে থাকে। যদিও এটা একটা ফানি ক্যারেক্টার এবং এই পাইপ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন এক্সপ্রেশন বোঝায়, কিন্তু আল্টিমেটলি এটা স্মোকিং কেই প্রোমোট করে। একটা শিশু অডিয়েন্সের এমন সেন্স নেই যে সে এই বয়সে ভালো মন্দ বুঝতে পারবে। আমিও পারিনি। আমার ফেভারিট ক্যারেক্টর স্মোকিং করছে এইটা তো তাহলে খুবই ভালো কিছু। 


এই কার্টুনের ভিলেন চরিত্রে রয়েছে ব্লুটো নামের এক দাঁড়িওয়ালা স্বার্থপর, লোভী, শক্তি দিয়ে সবার উপর জুলুম করতে চায়। অন্যদিকে ক্লিন শেভ বিড়িখোর পাপাইকে রিপ্রেজেন্ট করা হয়েছে জুলুমের প্রতিবাদকারী হিসেবে। শিশু মনে এর কেমন প্রভাব পড়তে পারে বুঝতে পারিনি তখন। এখন বুঝতেছি।সবচেয়ে বড় কথা এখানে নারী কারেক্টারকে নিচু করে দেখানো হয়েছে।


চাইল্ডহুড ফ্যানবয় হয়ে অনেক কিছুই নিয়েছি নিজের মানসপটে

বড় হয়ে সেগুলোর সাইড ইফেক্ট ফেস করেছি বেশ বছর ধরে,

হারিয়েছি নিজের মুসলিম আত্নপরিচয় অজ্ঞতায়

খুঁজে ফিরেছি নিজেকে পাপ-পঙ্কিলতায়।


-আবু মোহাম্মদ রাফিউজ্জামান 

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.