সিরিয়ার আলেপ্পো শহর আবারও নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। ছবি: এএফপি |
৩০ নভেম্বর দুটি গাড়ি বোমা বি/স্ফো/রণের পর বিদ্রোহী সেনারা আলেপ্পো শহরে স্থল অভিযান শুরু করে। শুক্রবার নিউ আলেপ্পো সিটির নিয়ন্ত্রণ নিয়ে দিনের শেষবেলায় আলেপ্পোর প্রাদেশিক কেন্দ্রে পৌঁছে যান বিদ্রোহী যোদ্ধা ও মু জা হিদিন।
প্রায় ৮ বছর পর সিরিয়ার মু জাহি দিন ও বিদ্রোহী সেনাদের জোট হাইআতু তাহরীর আশ-শাম আসাদ-জোটের বিরুদ্ধে শক্তিশালী অভিযান পরিচালনা করে। অভিযান শুরু হওয়ার পর গত ৩ দিনে ইদিলিব ও আলেপ্পোর পশ্চিমাঞ্চলের শতাধিক গ্রাম ও শহর দখল করে নেন বিদ্রোহীরা।
এছাড়া যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে প্রচুর পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। আসাদজোটের অসংখ্য সেনা নি হত হয়। সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক 'এম-ফাইভ আন্তর্জাতিক মোটরওয়ে' এখন মুজা হি দিনের নিয়ন্ত্রণে।
শাম (সিরিয়া) থেকে বিজয়ের সুসংবাস আসছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বিজয়কে স্থায়ী করুন এবং একটি ইসলামী ইমারায় পরিণত করুন। আমিন।
ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান এসবই শাম অঞ্চলের অন্তর্ভুক্ত। সিরিয়ার বিজয় মানে আকসা বিজয়ের পথ উন্মোচিত হওয়া। এই বিজয় পতাকা যেন আকসার প্রাঙ্গনকে স্পর্শ করে ইয়া রব্বাল আলামিন।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম বাসীর বরকতের জন্য দোয়া করেছেন।
শাম হলো সেই স্থান৷ যেখানে ৮০ টি পতাকাবাহী ইমাম ম।হ।দীর বিরুদ্ধে অবস্থান নিবে৷
এই শামেই ঈসা ইবনে মারঈয়ামের আগমন ঘটবে৷
শাম জেগে উঠেছে মানে। আমরা প্রতীক্ষিত মহাকালের মহা সন্ধিক্ষণের সাক্ষী হতে যাচ্ছি।
আল্লাহ আমাদের শেষ হায়াত পর্যন্ত ঈমানের তাবুতে থাকার তৌফিক দিক৷
আর এদিকে গা য ও য়া তু ল হি ন্দ এর দামামা বেজে উঠছে।
আমরা এমন এক সময়ে হাজির হয়েছি। যদি নিজেকে ইসলামের জন্য উৎসর্গ করা যায়। আমরা সহজেই শ্রেষ্ঠ শ'হী'দের মর্যাদা পাবো ইনশাআল্লাহ।
- আমির হামজা