গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৩ হাজার ৩৯১ জন নিহত হয়েছেন যার মধ্যে অধিকাংশই শিশু। আহত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৪৭ এর অধিক। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ৫ নভেম্বর এ তথ্য জানিয়েছে।
চলতি বছর ৩১ জুলাই ইরানের তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ জায়নবাদীর গুপ্ত হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। হামলার রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে গাজা উপত্যকায় ১৭ অক্টোবর হত্যা করা হয়।
ইসরাইলের এই নৃশংস হত্যাকাণ্ড ও ফিলিস্তিনে নির্বিচারে শিশু ও সাধারণ জনগণদের হত্যার প্রতিবাদস্বরূপ লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের কয়েক দফা হামলা চালায় যার পরিপেক্ষিতে ইসরাইল লেবাননের ভূখণ্ডে আতঙ্কিত হামলা চালায়। সেই হামলায় হিজবুল্লাহ প্রধান নিহত হাওয়া সহ কয়েকশ নিরস্র সাধারণ মানুষ নিহত হয়। ইসরাইলের এমন আচরণ আন্তর্জাতিক আইনবিরোধী।
গাজায় একের পর এক অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী যা সম্পূর্ণরূপে মানবতা বিরোধী। ইসরায়েলের চালানো এই নৃশংস গণহত্যার প্রতিবাদে (IUBAT) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ইসরাইলের পতাকা পদদলিত করে প্রতিবাদ জানায়। IUBAT Dawah Society এই ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে।