আয়নাঘর নাটকের স্ক্রিপ্ট দুর্বল, অভিনয়ে দক্ষতার অভাব!
আয়নাঘর নিয়ে প্রকাশিত ভিডিওর নীচে এমন অগণিত কমেন্টস। হাসি, ঠাট্টা, ট্রল। বড় বড় মেইনস্ট্রিম মিডিয়ার ফেসবুক পেইজের এ সংক্রান্ত ভিডিওগুলো দেখছিলাম। হা হা রিয়্যাক্টে ভরপুর।
ভাবছিলাম...
পাপ কত সহজ! কেবল একটা স্ক্রীন, একটা হাতের স্পর্শ, একটা হা হা রিয়্যাক্ট!!
মুহূর্তেই অগণিত মজলুমের বিপরীতে নিজকে দাঁড় করানো। কত জন?
কত কত কত জুলুম, কান্না!!
হায়, কেউ অণু পরিমাণ মন্দ কাজ করলে তাও দেখতে পাবে।
একটা রিয়্যাক্টের পাপের কত ওজন! এত রক্ত এত কান্নার সাথে বেঈমানি।
শুধু একটা রিয়্যাক্টই কই! বরং ওরাতো মিথ্যার পর মিথ্যা কমেন্টের আড়ালে এতসব জুলুমকেই অস্বীকার করছে, উপহাস করছে!
“যারা অপরাধী, তারা বিশ্বাসীদের উপহাস করত। এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।”
(আল-মুত্বাফফিফীন : ২৯-৩১)
যুগ বদলায়, জালিমরা ওই একই আবরণ নিয়ে ফিরে আসে বারবার, না?
“তারা সামান্য হেসে নিক। শিঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে।”
(সূরা তাওবা : ৮২)